হোম > খেলা > ফুটবল

মেসিকে কেবল ‘প্রার্থনাতেই’ থামানো সম্ভব

লিওনেল মেসিকে থামাতে অনেক কৌশলই ব্যবহার করেছেন কোচরা। কিন্তু কোনোভাবেই আর্জেন্টাইন তারকাকে থামাতে পারেননি তাঁরা। মেসিকে থামাতে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয়েছে লা লিগার কোচদের। তবে বুদ্ধি খরচ করেও যে তাঁরা সফল হয়েছেন এমনটা বলা যাচ্ছে না।

সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদের ফুটবলার কিয়েরন ট্রিপিয়ারের কথায় তেমনটিই জানা গেছে। মেসিকে আটকাতে ট্রিপিয়ারের সাবেক গুরু ডিয়েগো সিমিওনে নাকি কোনো কৌশলের আশ্রয় না নিয়ে ‘প্রার্থনা’ করার পরামর্শ দিয়েছিলেন তাঁদের। গতকাল গোল ডট কমকে এমনটিই জানিয়েছেন তিনি।

অ্যাতলেতিকোর চুক্তি শেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন ট্রিপিয়ার। বর্তমানে নিউক্যাসলের হয়ে খেলা এই ডিফেন্ডার বলেছেন, ‘আপনি নিরপেক্ষ হতে পারবেন না। এটি মজার কারণ তখন স্পষ্টতই সিমিওনে কোচ ছিল। দুজনেই আর্জেন্টিনার। মিটিংয়ের আগে সে আমাদের প্রার্থনা করতে বলত। তুমি কিছুই করতে পারবে না। তাকে থামাতে কোনো কিছুই সংগঠিত করতে পারবে না। কারণ সে অনন্য।’

অ্যাতলেতিকোর হয়ে তিন বছর খেলেছেন ট্রিপিয়ার। এ সময় সিমিওনকে কোচ হিসেবে পেয়েছেন তিনি। মেসিকে থামানোর পরিকল্পনা করতে গিয়ে তাঁর কোচ যে ক্ষতির মুখেই পড়েছেন সেটিই জানিয়েছে এই ইংলিশ ডিফেন্ডার। সে যাই হোক ক্লাবের হয়ে ২০২০-২০২১ মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিলেন ট্রিপিয়ার।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী