হোম > খেলা > ফুটবল

মেসিকে শিস দিতে সমর্থকদের মানা পিএসজির অধিনায়কের

লিওনেল মেসিকে লক্ষ্যে করে পিএসজির কট্টর সমর্থকগোষ্ঠী ‘আলট্রাসের’ শিষ দেওয়ার সমালোচনা অনেক দিন ধরেই করে আসছেন অনেকে। কিছুদিন আগেও করছেন লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের দুই রক্ষণাত্মক মিডফিল্ডার রেনাতো সানচেজ ও দানিলো পেরেইরা। 

এবার সতীর্থদের সুরেই সুর মিলিয়েছেন মারকিওনিস। দলের অধিনায়ক মেসির পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, কোনো খেলোয়াড়ই এ রকম আচরণের যোগ্য নয়। সঙ্গে সমর্থকদের শিষ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি। 

লেকিপকে মারকিওনিস বলেছেন, ‘সব সময়ই প্রতিবাদকে শ্রদ্ধা জানাই যদি সেটা শান্তিপূর্ণ হয়। একই সঙ্গে যখন এটির প্রয়োজন পরে তখন। সমর্থকদের বলছি একজন নির্দিষ্ট খেলোয়াড়কে লক্ষ্য করে এমনটা করলে হবে না। এটি সব সময় দলীয় হতে হবে। একজন খেলোয়াড় একাই কিছু করতে পারেন না।’ 

কিছুদিন আগে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে সফরে যাওয়ার পর থেকেই সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন মেসি। সেই ঘটনায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেলেও আর্জেন্টাইন তারকা ক্ষমা চাওয়ায় পরে তা তুলে নেয় পিএসজি। কিন্তু তাতে সমর্থকদের মন শান্ত হয়নি। এমন ঘটনার পর আজাচ্চিওর বিপক্ষে খেলতে নেমে দুয়োধ্বনি শোনেন ৭ বারের ব্যালন ডি অরজয়ী। ভবিষ্যৎ যেন এমনটা না হয় সে জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিওনিস।

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর