ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এই সময় দু: সংবাদ শুনলেন অ্যান্টনি। সাবেক প্রেমিকা নির্যাতনের অভিযোগে দল থেকে বাদ পড়েছেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গতকাল অ্যান্টনির বিরুদ্ধে করা অভিযোগ প্রকাশ পেয়েছে। সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন সংবাদমাধ্যমে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়-গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গেছেন তিনি। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে, ঘটনা প্রকাশ্যে আসার পর দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্টনি এবং এই ঘটনার তদন্ত হওয়া উচিত। ব্রাজিলের সাও পাওলো ও ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার-দুই এলাকার পুলিশ ঘটনার তদন্ত করছে।
তবে নিজের ওপর হওয়া অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্টনি। ব্রাজিলের উইঙ্গার ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমি মাথা ঠাণ্ডা রেখেই বলছি যে অভিযোগ করা হয়েছে, সেগুলো মিথ্যা। আমি যে নির্দোষ তা পরে প্রমাণিত হবে। চলমান পুলিশি তদন্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’ অ্যান্টনি আরও বলেন, ‘আমাদের সম্পর্কে টালমাটাল অবস্থা ছিল ঠিকই। তবে তাকে শারীরিক নির্যাতন করিনি।’
এ বছরের ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের হোটেল রুমে হওয়া অ্যান্টনির বিরুদ্ধে হওয়া অভিযোগের কথা বলেছেন ক্যাভালিন। ক্যাভালিনের দাবি, তাঁর (ক্যাভালিন) মাথা ফাটিয়ে রক্তাক্ত করেন অ্যান্টনি। ব্রাজিলিয়ান উইঙ্গার এমনকি তাঁকে ঘুষিও মেরেছিলেন। অ্যান্টনির জায়গায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ৯ ও ১৩ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।