হোম > খেলা > ফুটবল

উদ্‌যাপন করতে গিয়ে প্রাণ গেল এক আতলেতিকো সমর্থকের

ঢাকা: ছয় মৌসুম পর লা-লিগার ট্রফি ঘরে তুলেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শেষ দিনে সব নাটক শেষে শিরোপার স্বাদ পেয়েছেন ডিয়োগো সিমিওনের শিষ্যরা। ম্যাচশেষে আনন্দে কেঁদেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের পর লিগের সেরা হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আনহেল কোরেয়া-কোকোরাও। এই আনন্দক্ষণে একটি দুঃসংবাদ—উদ্‌যাপন করতে গিয়ে মারা গেছেন এক সমর্থক।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ম্যাচশেষে বন্ধুদের সঙ্গে উদ্‌যাপন করতে গিয়ে ১৪ বছর বয়সী এক আতলেতিকো সমর্থক প্রাণ হারিয়েছেন। ১১তম লিগ শিরোপার উদ্‌যাপন শেষ হওয়ার আগেই মন খারাপের খবরটা শুনতে হয়েছে সুয়ারেজদের।

নাটকীয় জয়ের পর রাজধানী মাদ্রিদের নেপচুন ফাউন্টেনে উদ্‌যাপন করতে আতলেতিকো সমর্থকেরা জড়ো হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে কাভার্ড ভ্যানে ছিল ওই কিশোরও। ভ্যানে উদ্‌যাপন করতে গিয়ে দেয়ালে আঘাত পায় সে। এক ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উদ্‌যাপনের সময় নেপচুন ফাউন্টেনে প্রায় ২০০০ সমর্থক ছিল বলে জানিয়েছে পাবলো দিয়াজ নামে এক সমর্থক। দিয়াজ বলেছেন, ‘এবার উদ্‌যাপন একটু অদ্ভুত ছিল। করোনা সতর্কতায় স্টেডিয়ামে ঢুকে উদ্‌যাপন করতে পারছিলাম না। সবাই নেপচুন ফাউন্টেনে এক হয়েছিলাম। তবে আমরা করোনা সতর্কতায় মাস্ক পরেছিলাম। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কেউ এখনো বুঝে উঠতে পারছি না।’

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়