আধুনিক ফুটবলের জন্ম ইংল্যান্ডে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির বিকাশও হয়েছে ইংলিশদের হাত ধরে। সেই রেশ ধরে জগদ্বিখ্যাত হয়েছে তাদের ঘরোয়া আসর প্রিমিয়ার লিগ। আর জাতীয় দল তো অর্থবিত্তে-ঐশ্বর্যে ছাড়িয়ে গেছে সবাইকে। বিশ্বের সবচেয়ে দামি জাতীয় ফুটবল দলের তালিকায় সবার ওপরে এখন ইংল্যান্ড।
হ্যারি কেন-রাহিম স্টার্লিংদের পরেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন ও সদ্য নেশনস লিগ শিরোপাজয়ী ফ্রান্স। তালিকার তিন নম্বরে থমাস মুলার, ম্যানুয়েল নয়্যারদের জার্মানি। নেইমার জুনিয়রের ব্রাজিলের অবস্থান চারে। সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে পাশাপাশি। আর্জেন্টিনার অবস্থান এই তালিকার পাঁচে আর পর্তুগাল আছে ছয়ে।