হোম > খেলা > ফুটবল

এখনই বুটজোড়া তুলে রাখছেন না দি মারিয়া

লিওনেল মেসির পথেই হাঁটছেন আনহেল দি মারিয়া। দুই আর্জেন্টাইন তারকাই বিশ্বকাপের আগে জানিয়েছিলেন টুর্নামেন্টে শেষে অবসর নেবেন তাঁরা। বিশ্বকাপ জয়ের পর নিজের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন মেসি। 

এবার দি মারিয়াও নিজের মত পাল্টিয়েছেন। এখনই বুটজোড়া তুলে রাখছেন না তিনি। আর্জেন্টিনার হয়ে তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। 

সামাজিক মাধ্যমে সংবাদমাধ্যমটির প্রতিবেদক গাস্তন এদুল জানিয়েছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল দি মারিয়া। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে এটা নিশ্চিত মার্চ পর্যন্ত তাকে দেখা যাবে। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি।’ 

নতুনদের সুযোগ দেওয়ার জন্যই বিশ্বকাপ শেষে অবসর নিতে চেয়েছিলেন দি মারিয়া। ৩৬ বছর পর দেশকে শিরোপা এনে দেওয়ার পর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে। এমনটিই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। 

২০০৯ সালে ডিয়েগো ম্যারাডোনার অধীনে অভিষেক হয় দি মারিয়ার। এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ২৮ গোল ও ২৯ অ্যাসিস্ট করেছেন তিনি। অধরা বিশ্বকাপ স্বপ্নপূরণের সঙ্গে দেশের হয়ে ২০০৮ অলিম্পিক, ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফাইনালিসিমা জিতেছেন ৩৪ বছর বয়সী জুভেন্টাস তারকা।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী