হোম > খেলা > ফুটবল

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

ক্রীড়া ডেস্ক    

নেকাক্সার বিপক্ষে খেলতে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। ছবি: এএফপি

চোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।

গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় ডান পায়ে চোট পান মেসি। ড্রিবলিং করে বক্সের ভেতরে এগিয়ে যাওয়ার সময় তাঁকে ফাউলের চেষ্টা করেন রাউল সানচেস ও আলেক্সিস পেনিয়া। মাটিতে পড়ে যাওয়ার ক্ষোভে ঘাসে হাত দিয়ে চাপড়াতে থাকেন তিনি।

সাময়িক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ম্যাচের ১১ মিনিটে মাঠ থেকে সোজা ড্রেসিংরুমে চলে যান তিনি।

রোববার এক বিবৃতিতে মেসির চোট নিয়ে মায়ামি জানায়, গত রাতে লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে খেলার সময় পেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন, চোটের মাত্রা মেসির মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল নিশ্চিত হয়েছে তাঁর ডান পায়ে পেশিতে হালকা চোট রয়েছে। তাঁর মাঠে ফেরার বিষয়টি শারীরিক অগ্রগতি ও চিকিৎসার ওপর নির্ভর করছে।

সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে এক-দুই সপ্তাহ সময় লাগে। মেসির ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার কথা নয়। লিগস কাপে সেই ম্যাচের দিনই মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছিলেন, ‘চোট খুব একটা গুরুতর নয়।’

মেসির ১১ মিনিটে মাঠ ছাড়ার বিষয়টি পুরো দলের জন্যই বেদনাদায়ক ব্যাপার ছিল। নেকাক্সাকে হারাতেও ঘাম ঝরাতে হয় মায়ামিকে। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে তারা। এর আগে ২-২ গোলে ড্র হয় ৯০ মিনিটের খেলা। মেসির লম্বা সময়ের অনুপস্থিতি বড় মাথাব্যথার কারণ হতে পারে মায়ামির।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান