হোম > খেলা > ফুটবল

সাবেক ক্লাবকে ডুবিয়ে এমবাপ্পের গোলের সেঞ্চুরি

ঠিক যেন চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সটাই টেনে আনলেন এই ম্যাচে। জোড়া গোলে ফের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। তাঁকে গোলের সুযোগ করে দিলেন লিওলেন মেসি। তাতে ফরাসি লিগ ওয়ানে এএস মোনাকোকে ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের মৌসুমে দুই দেখাতেই হারের বদলটা নিল তারা। 

পার্ক দেস প্রিন্সেসে গত রাতে নিজের সাবেক ক্লাবের জালে দুইবার বল পাঠিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। লিগে টানা দুই ড্রয়ের পর দারুণ এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল মরিসিও পচেত্তিনোর দল। 

 ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চূড়ায় পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই। ২৬ পয়েন্ট নিয়ে আটে আছে মোনাকো। 

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগাকে পিএসজি উড়িয়ে দেয় ৪-১ গোলে। ওই ম্যাচে দুটি করে গোল করেন মেসি ও এমবাপ্পে। 

যদিও কাল পিএসজির শুরুটা ছিল নড়বড়ে। তৃতীয় মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকেরা। সোফিয়ান দিওপের শট পোস্টে লাগলে বেঁচে যায় তারা। 

ভুল শুধরে ১২ মিনিটেই অবশ্য এগিয়ে যায় পিএসজি। মোনাকোর ডি বক্সে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। মেসি পেনাল্টি শট নেওয়ার সুযোগ দেন এমবাপ্পেকে। ফরাসি তারকার সফল স্পট কিকে এগিয়ে যায় পচেত্তিনোর দল। 

বিরতির আগেই মেসি-এমবাপ্পের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে বল পেয়ে বাঁ দিকে ফাঁকায় দাঁড়ানো এমবাপ্পেকে বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকাপ জয়ী তরুণ। পূর্ণ করেন লিগে পিএসজির হয়ে তাঁর শততম গোল। 

বিরতির পর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়ায় ব্যবধান আর বাড়েনি।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’