হোম > খেলা > ফুটবল

রিয়ালের ঘুরে দাঁড়ানোর গল্প ছোটবেলা থেকেই দেখছেন বেলিংহাম 

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অভ্যাস রিয়াল মাদ্রিদের অনেক পুরোনো। এস্তাদিও মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল দেখা গেছে একই ঘটনা। লা লিগা আলমেরিয়ার বিপক্ষে এবারের জয়ের নায়ক জুড বেলিংহাম। 

আলমেরিয়া গতকাল এগিয়ে গিয়েছিল অল্প সময়েই। ৩ মিনিটে লুকাস রবার্তোনের গোলে অ্যাসিস্টে গোল করেন সার্জিও আরিবাস। এরপর ১৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রিয়াল এগিয়ে যায় অল্প সময়েই। ৬০ মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে গোল করেন বেলিংহাম, যা ছিল বেলিংহাম ও রিয়ালের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল, যেখানে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলে অ্যাসিস্ট করেছেন বেলিংহাম। 

বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন বেলিংহাম। পিছিয়ে পড়ে রিয়ালের জয় দেখলেন মাদ্রিদে এসেই। তবে তিনি এমন ঘটনা দেখে আসছেন অনেক আগে থেকেই। ইংল্যান্ডের এই মিডফিল্ডার ম্যাচ শেষে বলেন, ’ রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ আসল। যখন আমি ছোট ছিলাম, তখন টিভিতে দেখে অভ্যস্ত। মনে হচ্ছিল যে তারা নিশ্চিতভাবেই পারবে না। শেষ পর্যন্ত তারা পারত। এখন আমি এখানে এসে তা দেখছি। কোনো ভয়ই নেই কারও মধ্যে। আমরা ঘুরে দাঁড়াব।’ 

রিয়ালের হয়ে বেলিংহাম খেলেছেন দুই ম্যাচ। করেছেন ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গতকাল রিয়ালের ৩ গোলেই অবদান রেখেছেন।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন