হোম > খেলা > ফুটবল

 ‘আমাকে একা থাকতে দিন’

ক্লাব ফুটবলের কোচিং ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন কার্লো আনচেলত্তি। তাই হয়তো অবসরে যাওয়ার চিন্তা করেছিলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগ জয়ী একমাত্র কোচ। গত বছর জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের মেয়াদ শেষ হলেই অবসরে যাবেন তিনি। 

কিন্তু এক গুঞ্জনে আনচেলত্তির সবকিছু এলোমেলো হয়েছে। গুঞ্জনটি হচ্ছে, ব্রাজিল জাতীয় দলের কোচ হতে পারেন তিনি। সেলেসাওদের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিজেও স্বীকার করেছেন ইতালিয়ান কোচ। 

ব্রাজিলের প্রস্তাবটি স্বীকার করার পর থেকেই বারবার রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আনচেলত্তি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আগামীকাল ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, আমাকে একা থাকতে দিন। 

আনচেলত্তি বলেছেন, ‘১২৭২ ম্যাচের পর আমার আর কারও কাছে কিছু প্রমাণ করার নেই। প্রত্যেকেরই নিজস্ব মতামত ও মূল্যায়ন দেওয়ার স্বাধীনতা রয়েছে। আমার জানা নেই কতগুলো সংবাদ সম্মেলন করেছি। সম্ভবত দ্বিগুণ এটা নিশ্চিত। আপনারা কল্পনা করতে পারেন, তাই আজ আমাকে একা থাকতে দিন।’ 

তবে নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের ডাগআউটে দাঁড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি আনচেলত্তি। কিছুদিন আগে জানিয়েছেন, এই মুহূর্তে লস ব্ল্যাঙ্কোসদের নিয়েই ভাবছেন তিনি। তাঁর এমন সোজাসাপ্টা জবাবেও সাংবাদিকদের কৌতূহল থামেনি। তাই কোনো সংবাদ সম্মেলনে আসলেই তাঁর কাছে মৌসুম শেষেই রিয়ালের পদ ছাড়ছেন কিনা তা জানতে চাওয়া হয়।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা