হোম > খেলা > ফুটবল

৩৩ বছরের অপেক্ষা শেষে নাপোলির শিরোপা উদ্‌যাপনে ভক্তের মৃত্যু 

৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা জিতে নাপোলির বাঁধনহারা উদ্‌যাপন হওয়াটাই স্বাভাবিক। আর এই উদ্‌যাপন চলা অবস্থায় ঘটেছে দুর্ঘটনা। মারা গেছেন ২৬ বছর বয়সী এক ভক্ত। 

ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা। ১৯৯০-এর পর এই টুর্নামেন্ট জেতে নেপোলিটানরা। ৩৩ বছর পর শিরোপা জয়ের উৎসবে নেপলসে নাপোলি সমর্থকদের ঢল নামে। নেপলসের পিয়াজ্জা ভোল্টারনো এলাকায় উৎসবে গুলিবিদ্ধ হন ২৬ বছর বয়সী এক ভক্ত। কার্দারেল্লি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন। তবে খুব দ্রুতই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

গতকাল রাতে নাপোলির শিরোপাজয় উদ্‌যাপন করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। চিকিৎসাসেবা নিতে হাসপাতালে গেছেন ২০৩ জন। তার মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আর ছুরিকাঘাতে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বাজিতে অনেকেরই হাত পুড়ে গেছে। অনেকের কবজি, ঘাড়, নাক ভেঙে গেছে। কারও কারও চোখের সমস্যা এবং অ্যাজমায়ও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। ২০ বছর বয়সী এক মেয়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নেপলসের ফ্রাট্টাম্যাগোয়ার এলাকায় বন্ধুদের সঙ্গে নাপোলির শিরোপা জয় উদ্‌যাপন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েছেন তিনি। মৃত্যুর ঝুঁকিতেও আছেন তিনি।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা