হোম > খেলা > ফুটবল

মেসিকে ডাচ গোলরক্ষকের হুমকি

কোয়ার্টার ফাইনালের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই নেদারল্যান্ডস দলের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। তাঁকে আটকানোর জন্য নানান কৌশল সাজানোর চেষ্টা করছেন ডাচ কোচ লুই ফন গাল।

মেসিকে আটকানোর জন্য যখন ডাচ কোচ ফন গাল হন্যে হয়ে সমাধান খোঁজার চেষ্টা করছেন ঠিক তখনই দলের গোলরক্ষক আন্দ্রিস নোপের্ট তাঁকে আশ্বস্ত করছেন। আর্জেন্টাইন তারকাকে এক রকম হুমকি দিয়ে রাখলেন তিনি। তাঁর মতে, সে একজন মানুষ। তাই তাঁর পেনাল্টি আটকাতে প্রস্তুত তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস। নির্ধারিত সময় ম্যাচে গোল না হলে পেনাল্টি শুটআউটে মেসির পেনাল্টি আটকাতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে নোপার্ট বলেছেন, ‘আমি সব সময় তাঁর পেনাল্টি আটকাতে প্রস্তুত। সে আগেও মিস করেছে। বিশ্বকাপের শুরুতেও আমরা এমনটি দেখেছি। তাই সে আমাদের মতো একজন মানুষ। নিশ্চিতভাবেই সে দুর্দান্ত একজন ফুটবলার। তবে আমিও নিশ্চিত তাঁর পেনাল্টি রুখে দিতে পারব।’

এখন দেখার বিষয় নোপের্টের জবাব কীভাবে দেবেন মেসি। তবে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেই আছেন পিএসজি তারকা। ইতিমধ্যে ৩ গোল করেছেন তিনি। সঙ্গে সতীর্থদের দিয়ে ১ গোলও করিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্বকাপ আর খেলবেন না বলে আগেই ঘোষণা দেওয়ায় এবারই তাঁর শেষ সুযোগ আরাধ্য স্বপ্ন পূরণের। তার জন্য নিশ্চিতভাবেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসকে আগে হারাতে হবে। আর অবশ্যই প্রতিপক্ষের বিপক্ষে জিততে আর্জেন্টাইন তারকাকে সেরাটা দিতে হবে লুসাইল স্টেডিয়ামে।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া