হোম > খেলা > ফুটবল

শিকের অবিশ্বাস্য গোলই উয়েফার সেরা!

প্যাট্রিক শিকের গোলটি ইউরোর সেরা গোল নির্বাচিত হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় ৫০ মিটার দূর থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে স্কটল্যান্ডের জালে জড়িয়েছিলেন শিক। গোলটি সমর্থকদের ভোটে এবারের ইউরোর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

ম্যাচের ৫২ মিনিটে স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসেছিলেন। গোলপোস্ট ফাঁকা পেয়ে সরাসরি অন টার্গেটে দূরপাল্লার শট নিয়েছিলেন শিক। মার্শাল পেছন থেকে দৌড়ে এসে যথেষ্ট চেষ্টা করেও গোল ঠেকাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছিল।

গোলের পর অনেকেই এই গোলকে ইউরোর সেরা গোলের রায় দিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই হলো। উয়েফা টুইটার গোলটির ভিডিও পোস্ট এমনটাই জানিয়েছে। উয়েফা লিখেছে, ‘প্রায় আট লাখ ভোটের পর স্কটল্যান্ডের বিপক্ষে প্যাট্রিক শিকের দূরপাল্লার অবিশ্বাস্য গোলটি টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে!’

সুইজারল্যান্ডের বিপক্ষে পল পগবার করা গোল ইউরোর দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে। ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে দলের তৃতীয় গোলটি করেছিলেন ফরাসি মিডফিল্ডার। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচটি হেরেছিল ফ্রান্স।

উয়েফার সেরা দশ গোলের তালিকার তিন নম্বরে আছে স্কটল্যান্ডের বিপক্ষে লুকা করা মদরিচের গোলটি। তালিকার চারে বেলজিয়ামের বিপক্ষে লরেনৎসো ইনসিনিয়ের করা গোল ও পাঁচে ডেনমার্কের বিপক্ষে কেভিন ডি ব্রুইনার গোল।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন