হোম > খেলা > ফুটবল

৪০ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ

২০০২ বিশ্বকাপে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। বিশ্বজয়ী সেই দলের কোচ ছিলেন লুইস ফেলিপ স্কোলারি। স্কলারি এবার ছাড়লেন কোচিংয়ের দায়িত্ব। তাতে দীর্ঘ ৪০ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলিয়ান এই কোচ।

সোমবার জোয়াকিম আমেরিকো গুইমারেস স্টেডিয়ামে মুখোমুখি হয় আতলেতিকো পারানায়েন্স-বোতাফোগো। এই ম্যাচে বোতাফোগোকে ৩-০ গোলে হারিয়ে দেয় পারানায়েন্স। ম্যাচ শেষে কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন স্কলারি। স্কলারি বলেন, ‘কোচিং অধ্যায় বেশ সুন্দরমতো শেষ করলাম। যা আশা করেছিলাম তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আজ আমি ইতি টানলাম।’

১৯৮২ সালে স্বদেশি ক্লাব সিএসএর হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন স্কলারি। ৪০ বছরের কোচিং ক্যারিয়ারে ১৫টি ক্লাব এবং ব্রাজিল, পর্তুগাল, কুয়েত আন্তর্জাতিক ফুটবলে এই তিন দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন স্কলারি। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার পর পর্তুগাল দলের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে ২০০৪ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় পর্তুগাল।  এরপর ২০১২ সালে আবারও নেন ব্রাজিলের দায়িত্ব। স্কলারির অধীনে ২০১৩ কনফেডারেশন্স কাপ জেতে ব্রাজিল।  স্কলারির অধীনে ১৯৯০ সালে অ্যারাবিয়ান গাল্ফ কাপ জেতে কুয়েত।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ