হোম > খেলা > ফুটবল

নেইমার দুই ম্যাচ নিষিদ্ধ 

প্যারিস সেইন্ট জার্মেইন ( পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। পিএসজির হয়ে পরের দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার। বুধবার রাতে যখন তিনি এই দুঃসংবাদ পেলেন তখন বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে তাঁর দল। সেই ম্যাচে দুইটি এসিস্ট করেছেন তিনি।    

গত শনিবার ফ্রেঞ্চ লিগ ম্যাচে লিলের সাথে হেরেছে নেইমারের পিএসজি। সেই ম্যাচে তিনি লাল কার্ড পেয়েছিলেন। ম্যাচের শেষে প্রতিপক্ষের খেলোয়াড় তিয়াগো দিয়ালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফলে তাঁকে মাঠ ছাড়তে হয়। 

একই ম্যাচে দুই হলুদ কার্ড দেখার শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু লিগ ওয়ান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তাঁকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। লিগের বিবৃতিতে নেইমারকে মূলত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু এক ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিত করেছে লিগ কর্তৃপক্ষ।  

বাকবিতণ্ডায় জড়ানো দিয়ালোকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

নিষেধাজ্ঞার ফলে নেইমার স্ট্রাসবার্গের ও সেইন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র