হোম > খেলা > ফুটবল

ম্যান ইউকে শিরোপা জয়ের দাবিদার মনে করছেন টেন হাগ

হোসে মরিনহোর অধীনে ২০১৭ ইউরোপা লিগ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যা ম্যান ইউর ডেভিলদের সর্বশেষ কোনো বড় শিরোপাজয়। এরপর চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ—কোনো শিরোপাই নিজেদের করে নিতে পারছে না ইউনাইটেড। তবে কোচ এরিক টেন হাগ এবার রেড ডেভিলদের শিরোপাখরা ঘোচানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব টেন হাগ নিয়েছিলেন গত বছরের জুলাই মাসে। শুরুটা তেমন ভালো না হলেও রেড ডেভিলরা এখন দারুণ ছন্দে আছে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপসহ নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে অপরাজিত আছে, যার মধ্যে আছে টানা ৯ জয় ও ১ ড্র। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে আছে ইউনাইটেড।

ধারাবাহিক পারফরম্যান্সে শিরোপাজয় সম্ভব বলে মনে করেন টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘ভালো খেলতে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে হবে। কৌশল ভালো থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। শিরোপা জিততে হলে সব ঠিকভাবে এগোতে হবে। আমরা সঠিক পথেই আছি। পয়েন্ট তালিকার সেরা অবস্থানে থাকতে হলে অনেক উন্নতি করতে হবে। কারণ প্রতিযোগিতা আরও কঠিন হবে।’

এমিরেটস স্টেডিয়ামে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউর প্রতিপক্ষ আর্সেনাল, যেখানে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা। আর ম্যানইউ ১৯ ম্যাচে ১২ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার