হোম > খেলা > ফুটবল

সতীর্থকে ঘুষি মেরে নিষেধাজ্ঞায় মানে

হারের ধাক্কা সামলাতে পারেননি সাদিও মানে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর তাই ম্যাচ শেষে সতীর্থ লিরয় সানেকে ঘুষি মেরে বসেন সেনেগালের ফরোয়ার্ড। পরে অবশ্য দলীয় অনুশীলনে সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু ক্ষমা চেয়েও পার পেলেন না মানে। 

অসদাচরণের জন্য মানেকে আজ শাস্তি দিয়েছে বায়ার্ন মিউনিখ। তাঁকে আগামী ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার ঘরের মাঠে হফেনহেইমের বিপক্ষে বায়ার্ন মিউনিখের স্কোয়াডে থাকছে না সাদিও মানে। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাঁর অসদাচরণের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে মানেকে জরিমানাও দিতে হবে।’ 

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৬৯ মিনিটে বদলি নামেন মানে। ম্যাচের ৮৪ মিনিটে কিছু একটা নিয়ে সানের সঙ্গে মাঠেও তর্কে জড়ান তিনি। সেই তর্কের রেশ পরে ড্রেসিংরুমে চলে। আর সেখানেই হাতাহাতির একপর্যায়ে জার্মান মিডফিল্ডারের মুখে ঘুষি মারেন সাবেক লিভারপুল তারকা।

এ মৌসুমেই লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেয় মানে। মৌসুমের মাঝে চোটে পড়ায় বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরে এসে এবার উটকো ঝামেলায় জড়ালেন বায়ার্ন ফরোয়ার্ড।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো