হোম > খেলা > ফুটবল

অনিশ্চিতের পথে মেসি-পিএসজির নতুন চুক্তি

কাতার বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তখন জানিয়েছিল, দুই পক্ষই মৌখিকভাবে রাজি হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।

তবে সময় যত অতিবাহিত হচ্ছে, মেসি-পিএসজির চুক্তির গুঞ্জন নাকি তত বাতাসে মিইয়ে যাচ্ছে—এমনটিই দাবি করেছে ফ্রান্সের গণমাধ্যমে লেকিপ। গতকাল গণমাধ্যমটি জানিয়েছে, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা অনিশ্চিতের পথে যাচ্ছে। 

ফরাসি গণমাধ্যমকে উদ্ধৃত করে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মঙ্গলবার নতুন চুক্তির বিষয়ে প্যারিসে পিএসজির সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা হোর্হে মেসি। কিন্তু বৈঠকে লিগের শীর্ষ দলের কর্মকর্তাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছায়নি সিনিয়র মেসি। বেশ কয়েকটি বিষয়ে একমত নয় দুই পক্ষই। 

গত জানুয়ারিতে মেসি চুক্তিপত্রে সই করবেন বলে আশাবাদী ছিল পিএসজি। এ মাসে সেই সম্ভাবনা এখন আরও ক্ষীণ হচ্ছে বলে জানা যাচ্ছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) সমস্যার কারণে তৃতীয়ে মৌসুমের চুক্তি নিয়ে দুই পক্ষ আবার বসেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাবে রাজি হননি বার্সেলোনার সাবেক তারকা মেসি।

এক মাস আগে ঠিক করা বৈঠকে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে দেখা করেছিলেন হোর্হে মেসি। তবে এখন পর্যন্ত আলোচনায় সমঝোতায় না পৌঁছালেও পিএসজি হাল ছেড়ে দিচ্ছে না। নতুন করে আবার বসবে বলে জানা গেছে। 

শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের চুক্তি না হলে আবারো বার্সায় ফেরা কিংবা মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনাই বেশি মেসির। কেননা, বহুদিন ধরেই এদের সঙ্গেও গুঞ্জন চলছে তাঁর। এ ছাড়া এল এম টেনকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা অসংখ্যবার প্রকাশ্যে জানিয়েছেন মিয়ামির মালিক ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম ও বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা