হোম > খেলা > ফুটবল

কোচকে যোগ্য মনে করেন না রোনালদো

ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ছয় ম্যাচে কোনো গোল পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা। রোনালদোর মলিন পারফরম্যান্সের প্রভাব পড়েছে ম্যানইউর দলীয় খেলায়ও। 

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, রোনালদোর সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের সম্পর্ক পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। রোনালদো মনে করেন, রাংনিকের কোচিংয়ে কোনো গভীরতা নেই। 

ধারাবাহিক ব্যর্থতার দায়ে ওলে গুনার সুলশার ছাঁটাই হওয়ার পর রাংনিককে ‘হট সিটে’ বসায় ম্যানইউ। তবে দল পরিচালনার জন্য শীর্ষ তারকাদের সমর্থন পাচ্ছেন না তিনি। বিশেষ করে রোনালদোর সঙ্গে নাকি একেবারেই মতের মিল হচ্ছে না রাংনিকের। আর এই বিভেদের প্রভাব পড়ছে দলের সামগ্রিক পারফরম্যান্সেও। 

এর মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয় গত শুক্রবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ ড্রয়ের পর রাংনিক রোনালদোকে অভিযুক্ত করলে। 

রোনালদো এই মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু টানা গোলখরায় এখন পড়েছেন বিপাকে। চলছে নানামুখী সমালোচনাও। এর মধ্যে রোনালদোকে বেঞ্চে রেখে এডিনসন কাভানিকে মূল একাদশে খেলিয়েছেন রাংনিক। সেদিনও ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে রোনালদোকে। 

শুধু রোনালদোই নন, আরও কয়েকজন খেলোয়াড় রাংনিককে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে আশার ব্যাপার হচ্ছে, ম্যানইউর সঙ্গে রাংনিকের চুক্তি আগামী জুন মাসে শেষ হবে। সেই পর্যন্ত হয়তো ধৈর্য ধারণ করতেই হবে রোনালদোকে। 

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া