হোম > খেলা > ফুটবল

রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

লিগ-১ এ লিওনের বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে পিএসজি। পিএসজির জয়ের ম্যাচে একটি রেকর্ডও গড়েছেন মেসি। পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তাঁর দখলে। এ রেকর্ড গড়তে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন পিএসজি তারকা।

ম্যাচের ৫ মিনিটে দলের একমাত্র গোলটি করেছেন মেসি। সেই গোল দিয়েই তিনি এখন পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের মালিক। তাঁর গোল সংখ্যা ৬৭২ টি। এই গোল করতে রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলেছেন খুদে জাদুকর। এর আগে ৬৭১ গোল নিয়ে তালিকার এক নম্বরে ছিলেন পর্তুগিজ তারকা। সবশেষ মৌসুমে ভালো খেলতে না পারলেও এ মৌসুমে দুর্দান্ত খেলছেন আর্জেন্টাইন তারকা। তিনি পাঁচ গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। অন্যদিকে রোনালদোর ক্ষেত্রে ঠিক বিপরীত চিত্র। শেষ মৌসুমে ভালো খেলে নতুন মৌসুমে ছন্দহীনতায় ভুগছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। এখন পর্যন্ত ম্যান ইউর হয়ে ৮ ম্যাচে মাত্র ১ গোল করেছেন তিনি।

পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ডটা হাতছাড়া হলেও সব মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর দখলে। পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার ১১৩০ ম্যাচে গোল করেছেন ৮১৬ টি। আর সাত বারের ব্যালন ডি অর জয়ী মেসি ৭৭৫ গোল করেছেন ৯৮৫ ম্যাচে। সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে আছেন সাবেক বার্সেলোনা প্লে-মেকার।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা