দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন একটু সহিংস হয়ে উঠেছে। মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতা, ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অবনমনের পর সেই শহরে (সান্তোস) দাঙ্গা-সবই ঘটেছে গত এক মাসের মধ্যে। এবার আর্জেন্টিনায় স্থানীয় এক ফুটবল ম্যাচে তরুণ ফুটবলারকে বাজেভাবে জখমের খবর পাওয়া গেছে। যে ফুটবলারকে তাঁর পরিবার তুলনা করেছেন লিওনেল মেসির সঙ্গে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আর্জেন্টিনার মিশনস প্রদেশে রেমিগিও আর্মোয়া নামে এক রেফারির সঙ্গে ঝগড়াঝাটির পর তাঁকে (আর্মোয়া) ঘিরে ধরে। কথাকাটির এক পর্যায়ে রেফারি ছুরি বের করে এক ফুটবলারের বুকে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই ফুটবলার জ্ঞান হারান এবং সতীর্থরা তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তাঁর নাম কেভিন এ। তাঁর ফুসফুস ছিদ্র হয়ে গেছে। তবে মেডিকেল টিম যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় ফুটবলার এখন আশংকামুক্ত। স্থানীয় সংবাদমাধ্যমকে কেভিনের চাচা বলেন, ‘কেভিন অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে। পরিবারের কাছে এটা খুশির খবর। কারণ সে পরিবারের মেসি। সে ফুটবলের জন্য ভালোভাবে তৈরি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সে চাচারিতা ক্লাবে খেলার সুযোগ পেয়েছে।’
রেফারি আর্মোয়া পালানোর চেষ্টা করলেও স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেন। ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছেন। তাঁর (আর্মোয়া) হাতে হাতকড়া পড়ানো ছবি এরপর ভাইরাল হয়েছে। আর্জেন্টিনা পুলিশ ঘটনার তদন্ত করছে।