হোম > খেলা > ফুটবল

ট্রেবল বিজয়ী অধিনায়ক গুন্দোয়ান এখন বার্সেলোনার

শিষ্যকে ছাড়তে কোনো ইচ্ছাই নেই গুরুর। কিন্তু নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সেলোনায় যেতে চান ইলকাই গুন্দোয়ান। বাধ্য হয়ে তাই ট্রেবল বিজয়ী অধিনায়ককে ছাড়তে হচ্ছে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে। ফ্রিতেই গুরুর সাবেক ক্লাবে যোগ দিচ্ছেন জার্মান তারকা।

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল মৌসুম শেষে বার্সায় যাবেন গুন্দোয়ান। সেটা এবার সত্যি হতে যাচ্ছে। যদিও দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি কোনো পক্ষই। আনুষ্ঠানিকভাবে জানতে একটু সময় লাগলেও এটা নিশ্চিত আগামী মৌসুম থেকে কাতালান ক্লাবের মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

রোমানোর তথ্যমতে, বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গুন্দোয়ান। শর্তে এক বছর আরও চুক্তি বাড়িয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত তিনি দলের হয়ে তো খেলবেনই, সঙ্গে চাইলে আরও এক বছর খেলতে পারবেন। শিষ্য যাবেন ভেবেই তাঁর বিকল্প হিসেবে চেলসির মাত্তেও কোভাচিচকে কিনেছেন গার্দিওলা।

২০১৬ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২৭৫ কোটি টাকায় যোগ দিয়েছিলেন গুন্দোয়ান। ইতিহাদের ক্লাবে সাত বছর কাটিয়ে ১৪টি শিরোপা জিতেছেন। সবশেষ মৌসুমে ট্রেবল জিতে নিজের নামও অক্ষয় করে রেখেছেন ৩২ বছর বয়সী তারকা। ক্লাব ইতিহাসে একটি জায়গায় তাঁর নাম কখনো মুছে দেওয়া যাবে না। সেটি হচ্ছে অধিনায়ক হিসেবে ট্রেবল বিজয়ের। তাঁর নেতৃত্বেই যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ট্রেবল জিতেছে সিটিজেনরা। যাওয়ার আগে দলের হয়ে ৩০৪ ম্যাচে ৬০ গোল করেছেন তিনি।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র