এবারের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি। আজ প্যারিসে দেওয়া হবে ২০২২ সালের বর্ষসেরার এই পুরস্কার। ভেলোদ্রোম স্টেডিয়ামে পুরস্কারের আগের রাত স্মরণীয় করে রাখলেন মেসি।
ক্লাব ফুটবলে ৬৯৯ গোল নিয়ে গতকাল লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন মেসি। ম্যাচের ২৯ মিনিটে গোল করেন তিনি। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন এই মহাতারকা। এ ছাড়া গতকাল এমবাপ্পেকে ২টি গোলে অ্যাসিস্টও করেছেন মেসি। মেসি-এমবাপ্পে জুটিতে গতকাল ভেলোদ্রোম স্টেডিয়ামে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে মার্শেই।
মেসি ৭০০ গোল করেছেন ৮৪০ ম্যাচে। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। আর পিএসজির হয়ে ৬২ ম্যাচে ২৮ গোল করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। রোনালদোর চেয়ে দ্রুততম ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ৭০০ গোল করতে রোনালদোর লেগেছিল ৯৪৩ ম্যাচ।
২০২২ সালে ‘ফিফা দ্য বেস্টে’ মেসির প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এমবাপ্পে ও করিম বেনজেমা, যেখানে মেসি গত বছর জিতেছেন কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার শেষ হয়েছিল মেসির হাত ধরেই। দারুণ ছন্দে ছিলেন মেসি নিজেও। ৭ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন। লুসাইলে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেছিলেন জোড়া গোল। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।