ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের পরিচিতি বিশ্বজোড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি ভক্তও আছে তাঁদের। খেলার বাইরেও নানা ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন রোনালদো। বিজ্ঞাপন, ব্যবসাসহ বিভিন্নভাবে আয় করেন জর্জিনাও। এর পরও প্রতি মাসে বড় অঙ্কের অর্থ হাতখরচ হিসেবে রোনালদোর কাছ থেকে পেয়ে থাকেন তিনি।
স্প্যানিশ টিভি শো ‘ভিভা রা ভিদা’ সম্প্রতি জানিয়েছে, প্রতি মাসে রোনালদো জর্জিনার অ্যাকাউন্টে হাতখরচ হিসেবে পাঠান ১ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৪ লাখ টাকা।
সেই টেলিভিশন শোর দেওয়া তথ্যমতে, এই টাকা জর্জিনাকে তাঁর নিজের খরচ এবং বাচ্চাদের দেখাশোনার জন্য দেন রোনালাদো। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকার অবর্তমানে জর্জিনাই বাচ্চাদের দেখাশোনা করেন।
তবে সেই ডকুসিরিজ প্রচারের পর নেতিবাচক খবরের শিরোনামও হয়েছেন জর্জিনা। ‘ভিভা রা ভিদা’ জর্জিনার বাড়িতে গিয়ে জানতে পারে, নিজের দাদির শেষকৃত্যে অংশ নেননি জর্জিনা। এর আগে তাঁর চাচাও জর্জিনার বিরুদ্ধে পরিবারের সঙ্গে সম্পর্ক না রাখার অভিযোগ এনেছিলেন।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন: