হোম > খেলা > ফুটবল

১৫০০ কোটি টাকায় সৌদি ক্লাবেই খেলবেন রোনালদো

সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি ১৫৪৭ কোটি টাকা) এশিয়ান ক্লাবটিতে খেলবেন রোনালদো।

গতকাল আল-নাসরের সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইএসপিএন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদো চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৭৩ কোটি টাকা) করে পাবেন পর্তুগিজ তারকা ফুটবলার। রোনালদোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার পর আল-নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ইতিহাস হতে যাচ্ছে। এই সাইনিং শুধু যে আমাদের ক্লাবকে বড় সাফল্য এনে দেবে তা-ই নয়, বরং আমাদের লীগ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনার নতুন ক্লাবে আপনাকে স্বাগতম।’ 

নতুন ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর রোনালদো নিজেও ভীষণ রোমাঞ্চিত। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভিন্ন দেশ এবং ভিন্ন লিগে খেলতে আমি ভীষণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি এবং দলকে আরও সাফল্য এনে দিতে চেষ্টা করব।’ 

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র