হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ইসরায়েলের ম্যাকাবি হাইফার বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন নেইমার। তবে এমন পারফরম্যান্সের পরও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবস্থা ‘হরিষে বিষাদে’। কেননা চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচ খেলতে পারবেন না নেইমার।

ম্যাচটির ২৭ মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকল করেন ম্যাকাবির সেন্টার ব্যাক আবদোলায়ে সেক। সতীর্থকে আঘাত করায় সেকের সঙ্গে তর্ক শুরু করেন নেইমার। এমনকি রেফারির কাছে প্রতিবাদও জানান তিনি। কিন্তু এমন ঘটনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাকাবির বিপক্ষে প্রথম লেগে আরও একটি হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এ কারণে চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।

আগামী ৩ নভেম্বর জুভেন্টাসের বিপক্ষে খেলতে ইতালি সফরে যাবে পিএসজি। কিন্তু ফরাসি জায়ান্টরা পাবে না দলের গুরুত্বপূর্ণ সদস্য নেইমারকে।

এই মৌসুমে দারুণ ছন্দে আছেন নেইমার। পিএসজির জার্সিতে ১৭ ম্যাচে করেছেন ১৩ গোল এবং ১০ অ্যাসিস্ট। যেখানে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে করেছেন ২ গোল এবং করিয়েছেন ৩ গোল। ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের এই আসরে দারুণ ছন্দে আছে পিএসজিও। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে তারা। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ফরাসি ক্লাবটি।

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক