হোম > খেলা > ফুটবল

মেসির গালে চুমু খেলেন দি পল

যেখানেই লিওনেল মেসি, সেখানেই রদ্রিগো দি পল—ব্যাপারটা যেন অনেকটা এমনই। প্রায় সময় মেসির সঙ্গে থাকেন দি পল। এবার মেসির গালে চুমু খেলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। 

গতকাল সার্জিও অ্যাগুয়েরোর সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে কথা বলছিলেন মেসি ও পাপু গোমেজ। হঠাৎ করে দি পল এসে চমকে দেন মেসি ও গোমেজকে। দুজনের গালেই চুমু খেলেন দি পল। 

আগামীকাল লুসাইলে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন। আর্জেন্টাইন এই মিডফিল্ডার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘সব ঠিক আছে। আমরা একসঙ্গে কাজ করছি। নতুন ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছি। একসঙ্গে এগিয়ে যাব আমরা।’

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে এবারের বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। পরে মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পায় আকাশি-নীলরা। এরপর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান মেসিরা। মেসি এই টুর্নামেন্টে আছেন দারুণ ছন্দে। ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া