আল নাসরের হয়ে গতকালের আগে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন ৮টি। এর মধ্যে ২টি হ্যাটট্রিকও করেছেন তিনি। তবে গতকাল ৯ম গোলের পর যে বাধভাঙা উদ্যাপন করলেন, এর আগে সৌদি প্রো লিগে কখনো এমনটি দেখা যায়নি তাঁর উল্লাসে। উচ্ছ্বাস প্রকাশ করলেও হয়তো এমন আনন্দ পাননি পর্তুগিজ তারকা।
এমন উদ্যাপনের পেছনে অবশ্য বিশেষ কারণ ছিল। ‘প্রথম’ সবকিছুর যে অন্যরকম এক অনুভূতি রয়েছে। সে জন্যই ক্লাবের হয়ে ঘরের মাঠে প্রথম গোল করে এমন উল্লাসে মাতলেন রোনালদো। আর গোলটিও ছিল দেখার মতো। গোলপোস্টের ৩০ গজ দূর থেকে বুলেট গতির নিচু ফ্রি-কিকে গোল করেছেন তিনি। এমন চোখ ধাঁধানো কিক অনেক দিন পর তাঁর পায়ের ছোঁয়া পেয়েছে। সাম্প্রতিক সময়ে এমন ফ্রি-কিকে গোল করতে দেখা যায়নি তাঁকে।
তাই মাঠে আনন্দ করার পরেও ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয়টা পাওয়া দুর্দান্ত ছিল। ঘরের মাঠে সমর্থকদের সামনে গোল করতে পেরে ভীষণ খুশি।’
রোনালদোর খুশি হওয়ার কারণ আরও রয়েছে। কেননা, গতকাল টানা দ্বিতীয় হারের শঙ্কা উঁকি দিচ্ছিল তাঁদের। ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তাঁর দল। এমন কঠিন সময়ে ৭৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকটি দলকে শুধু সমতাই এনে দেয়নি, স্বস্তিও এনে দিয়েছে। পরে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে শেষের হাসি এনে দিয়েছেন সতীর্থ তালিসকা।
আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে ব্যবধান কমিয়ে ১ পয়েন্টে নিয়ে এসেছে আল নাসর। ২১ ম্যাচে ৫০ পয়েন্টে সবার উপরে ইত্তিহাদ। আর সমান ম্যাচে নাসরের পয়েন্ট ৪৯।