হোম > খেলা > ফুটবল

সৌদিতে যেসব রাজকীয় সুবিধা পাচ্ছেন নেইমার

সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। আল হিলালের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তি তো হয়েছেই। পাশাপাশি বিলাসবহুল বাড়ি, গাড়িসহ নানারকম সুবিধা পেতে যাচ্ছেন তিনি। 

আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)। 

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার এরপর চলে যান বার্সেলোনায়। ২০১৭ পর্যন্ত বার্সায় খেলেছেন ১৮৬ ম্যাচ। করেছেন ১০৫ গোল ও ৭৬ গোলে অ্যাসিস্ট করেছেন। বার্সার হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় তা ২৬২৭ কোটি ৬৭ লাখ টাকা) পিএসজিতে এসেছিলেন নেইমার। ৬ বছরে পিএসজিতে ১৭৩ ম্যাচ খেলে করেছেন ১১৮ গোল ও ৭৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র