হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের ফিরমিনো এখন সৌদিতে

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। তারকা ফুটবলারদের হাট বসেছে সৌদিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন রবার্তো ফিরমিনো। 

২০১৫ সালে জার্মান ক্লাব হফেনহেইম থেকে লিভারপুলে আসেন ফিরমিনো। ২০২২-২৩ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইংলিশ এই ক্লাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষে ফিরমিনো এখন আল আহলিতে। আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ২০২৩-২৪ মৌসুমে ফিরমিনো সতীর্থ হিসেবে পাচ্ছেন এদোয়ার্দো মেন্দিকে। আল আহলিতে খেলার আগে মেন্দি সর্বশেষ খেলেছেন চেলসিতে। 

এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলতে যাচ্ছেন ফিরমিনো। এর আগে তিনি খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম ও লিভারপুলে। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো—আক্রমণ ভাগে এই তিনজনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য। 

রোনালদো ছাড়াও করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো তারকারা এখন সৌদিতে। লিওনেল মেসি, নেইমারকেও নিতে চেয়েছিল আল হিলাল। তবে মেসি এখন পাড়ি জমাচ্ছেন ইন্টার মিয়ামিতে। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিই শুধু বাকি। অন্যদিকে নেইমারকে নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। 

সৌদি আরবের লিগে তারকা ফুটবলাররা: 
ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর) 
করিম বেনজেমা (আল ইত্তিহাদ) 
এনগোলো কান্তে (আল ইত্তিহাদ) 
কালিদু কৌলিবালি (আল হিলাল) 
রুবেন নেভেস (আল হিলাল) 
এদোয়ার্দো মেন্দি (আল আহলি) 
রবার্তো ফিরমিনো (আল আহলি)

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী