হোম > খেলা > ফুটবল

নেইমার খেলবেন কবে জানেন না চিকিৎসক 

চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। চোটে পড়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ছিটকে যাওয়ার কথা শোনা যায় প্রায়ই। গোড়ালির চোটে এবার লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

চিকিৎসা করতে নেইমার এখন আছেন দোহায়। দোহার অ্যাজপেতার স্টেডিয়ামে পরশু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোড়ালির অপারেশন করেছেন হাকিম চালাবি। দোহার এই চিকিৎসক এএফপিকে বলেছেন, ‘গতকাল (শুক্রবার) সফলভাবে নেইমারের অস্ত্রপচার হয়েছে। অ্যানেসথেসিয়ার মাধ্যমে এই অস্ত্রপচার হয়েছে। সবকিছু ভালোভাবেই হচ্ছে এবং সে খুশি। তার মাঠে ফেরার সময় আমরা পরে বিবেচনা করব। এ ব্যাপারে এখন কথা বলা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।’ চালাবি আরও জানিয়েছেন, নেইমারকে আরও কিছুদিন স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে।

লিগ ওয়ানে লিলের বিপক্ষে গত ১৯ ফেব্রুয়ারি পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। ম্যাচের ৪৮ মিনিটে নেইমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেছিলেন লিলের মিডফিল্ডার বেনজামিন আন্দ্রে। গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল পিএসজির এই ফরোয়ার্ডকে। নেইমার এরপর ছিটকে যান বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ থেকে। জানা গেছে, নেইমার ছিটকে গেছেন চার মাসের জন্য। ছিটকে গেলেও সতীর্থদের খেলা দেখতে মাঠে এসেছিলেন নেইমার। গত ৪ মার্চ পার্ক দে প্রিন্সেসে নতের বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী