হোম > খেলা > ফুটবল

মেসিদের বিপক্ষে ফাইনালে ফেরারই কি ইঙ্গিত দিলেন বেনজেমা!

ফ্রান্সের বিশ্বকাপ দলে করিম বেনজেমার ফেরা-না ফেরা নিয়ে গুঞ্জন চলছেই। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন বেনজেমা। গতকাল সেই গুঞ্জনের পালে হালকা হাওয়া দিলেন বেনজেমা নিজেই।

গতকাল রাতে বেনজেমা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ক্যাপশন দিয়েছেন ‘মোটিভেশন।’  ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটা জিমে বাইসাইকেল চালিয়ে অনুশীলন করছেন। তাতে বোঝা যাচ্ছে, ফরাসি এই ফুটবল তারকা চোট থেকে সেরে উঠছেন।

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স।  তখন বেনজেমার ব্যাপারে দিদিয়ের দেশমকে জিজ্ঞেস করা হয়েছিল। দেশম এই প্রশ্নের উত্তর দেননি। ফ্রান্সের কোচ তখন বলেছিলেন, ‘আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে চাইছি না। দয়া করে অন্য প্রশ্ন করুন। আমি ক্ষমাপ্রার্থী।’

২০১৮ বিশ্বকাপে ফ্রান্স জিতলেও হতে পারেননি চ্যাম্পিয়ন দলের সদস্য। কেননা, সেক্স-টেপ নিয়ে সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত জাতীয় দলের বাইরে ছিলেন। এবারের বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন  বেনজেমা। এরপর এই ফরাসি তারকা ফুটবলারের ফেরার ব্যাপারে অনেক আশার কথা শোনা যাচ্ছিল। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত এই ফরোয়ার্ড খেলেছেন ৯৭ ম্যাচ। করেছেন ৩৭ গোল এবং করিয়েছেন ২০ গোল।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’