হোম > খেলা > ফুটবল

কেন জিততে পারছেন না মেসিরা

ঢাকা: প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকাই যেন আর্জেন্টিনার দুর্ভাগ্য! এগিয়ে থেকেও যে লিওনেল মেসিরা ম্যাচ জিততে পারছে না। ১১ দিনের ব্যবধানে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি আকাশি–নীল শিবির। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগেও নিশ্চয় এগিয়ে থেকে জিততে না পারার পরিসংখ্যান ভাবাবে লিওনেল স্কোলানির দলকে। এগিয়ে থেকে জিততে না পারার পাশাপাশি আরও কিছু সমস্যা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। সেই সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

মেসির ওপর নির্ভরশীলতা

চিলির বিপক্ষে দুই ম্যাচেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি কোনো গোল করেননি। এমনকি তিন ম্যাচে মেসি নিজেও কিছু সহজ সুযোগ মিস করেছেন। সেই মিসগুলোও ভুগিয়েছে আর্জেন্টিনাকে। একদিকে মেসি নির্ভরশীলতা ও অন্যদিকে মেসির মিস দুটোই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে।

স্কোলানির কৌশল

চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২-২-২ ছকে দল সাজিয়েছিলেন স্কোলানি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। একই কৌশল অবলম্বন করেছিলেন কোপায় চিলির বিপক্ষে ম্যাচেও। নির্দিষ্ট ফরম্যাশনে কোচের থিতু হতে না পারাও ভোগাচ্ছে দলটিকে। এর মাঝে দলের মূল দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসও ছন্দে নেই। এ দুজন একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।

রক্ষণভাগে সমস্যা

আর্জেন্টিনার আরেকটি দুশ্চিন্তার নাম রক্ষণ। লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এমনকি ডিফেন্সিভ ট্যাকলও ঠিকঠাক করতে পারছে না আর্জেন্টিনার রক্ষণভাগ। যে কারণে প্রতিপক্ষ পেনাল্টিও পাচ্ছে বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে লুইস মুরিয়েলকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। পরে স্পটকিকে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড মিগুয়েল বোরজার হেডে ২-২ গোলে ম্যাচ ড্র করে কলম্বিয়া।

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন