ব্রাজিল ও আর্জেন্টিনা—দল দুটির প্রতিপক্ষ যারাই হোক, বেশির ভাগ সময় সেই সব ম্যাচ রোমাঞ্চ ছড়ায়। ২০২৪ অলিম্পিক বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত পর্বে আজও হয়েছে এমন ঘটনা। ব্রাজিল পেয়েছে রোমাঞ্চকর এক জয়। অন্যদিকে আর্জেন্টিনা চূড়ান্ত পর্বে এখনো ম্যাচ জেতেনি।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২৩ দল। দল দুটির মধ্যে লড়াই হয়েছে সমানে সমানে। ৫২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিলের শট ছিল ৩টি। অন্যদিকে ভেনেজুয়েলা ৪৮ শতাংশ বল দখলে রেখে ৩টি শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। বাছাইয়ের চূড়ান্ত পর্বের ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৫৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার মরিসিও। এরপর ৬৭ মিনিটে জোভানি বলিভারের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ম্যাচের ড্র যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সেখানেই চমক ব্রাজিলের। ৮৮ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন গুইলার্মো বিলে। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ৩ পয়েন্টে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ব্রাজিল।
২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্টে বাছাইয়ের চূড়ান্ত পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। প্যারাগুয়ে বাছাইয়ের চূড়ান্ত পর্বে জিতেছিল ব্রাজিলের বিপক্ষে। ২ ম্যাচে ১ পরাজয় ও ১ ড্রয়ে ১ পয়েন্টে চার নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে পরশু ভেনেজুয়েলার প্রতিপক্ষ প্যারাগুয়ে। একই মাঠে ব্রাজিল খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। বাছাইয়ের চূড়ান্ত পর্ব থেকে সেরা দুই দল খেলবে অলিম্পিকে। সেক্ষেত্রে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জিতলেই শুধু হচ্ছে না, প্যারাগুয়েরও হারতে হবে। অন্যদিকে ব্রাজিল জিতলেই জায়গা করে নেবে অলিম্পিকে।