হোম > খেলা > ফুটবল

মারা গেলেন রিয়ালের কিংবদন্তি ফুটবলার 

মারা গেলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার আমানসিও আমারো। ৮৩ বছর বয়সে আজ না ফেরার দেশে চলে যান লস ব্লাঙ্কোসদের এই কিংবদন্তি। 

রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমানসিওর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, আমানসিও আমানের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ ক্লাব, ক্লাবের সভাপতি ও বোর্ড পরিচালক গভীর শোকাহত। তাঁর স্ত্রী কনসুয়েলো এবং সন্তান অস্কার, বেলেন, প্যাট্রিসিয়া, মার্কোস ও ক্লদিয়া, ভাই হুয়ান কার্লোস, তাঁর নাতনী, আত্মীয়, সহকর্মী ও প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। 

 ১৯৬২ থেকে ১৯৭৬ পর্যন্ত এই ১৪ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন আমানসিও। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪১৮ ম্যাচ খেলে করেছেন ১৪২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। রিয়ালের হয়ে ৯ বার জিতেছেন স্প্যানিশ লিগ। কোপা দেল রের শিরোপা জিতেছেন তিনবার। ইউরোপিয়ান কাপ একার জিতেছেন কিংবদন্তি এই ফুটবলার। আর স্পেনের হয়ে ৪২ ম্যাচে করেছেন ১১ গোল করেন তিনি। ১৯৬৪ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন সাবেক এই ফুটবলার।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই