হোম > খেলা > ফুটবল

নেইমারকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে পিএসজি!

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায়ের পর থেকে আলোচনায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ম্যাচের পর ড্রেসিং রুমে বিতণ্ডায় জড়ান নেইমার ও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। নেইমার অবশ্য এই ঝগড়ার কথা অস্বীকার করেছেন। এই বিতর্ক থেকে বেরোনোর আগেই নেইমারের দুশ্চিন্তা বাড়াতে পারে আরেকটি খবর। নেইমারের ওপর বিরক্ত পিএসজি কর্তৃপক্ষ। আগামী মৌসুমেই নাকি তাঁকে বিক্রি করে দিতে চায় তারা।
 
নেইমারকে নিয়ে এই খবর দিয়েছেন বিখ্যাত ফরাসি সাংবাদিক রোমেইন মোলিনা। তাঁর দেওয়া খবর বলছে, কাতারি মালিকানাধীন ক্লাবটি নেইমারের ওপর চটে আছে। নেইমারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, তা-ও পূরণ হয়নি, যে কারণে মৌসুম শেষেই নেইমারকে বিক্রি করতে চায় ক্লাব। 

২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। নতুন করে দল করার পর থেকেই পিএসজির মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই লক্ষ্যে বছরের পর বছর অর্থ ঢেলেছে তারা। নেইমারের সঙ্গী হিসেবে তারা ক্লাবে আনে কিলিয়ান এমবাপ্পেকেও। তবু আসছিল না সাফল্য। 

গত দলবদলে লিওনেল মেসিকেও দলে নিয়ে আসে পিএসজি। কিন্তু মেসির আগমনও ইউরোপে সাফল্যের মুখ দেখাতে পারেনি পিএসজিকে। শেষ ষোলোতেই থেমে গেছে দলটির যাত্রা। এই অবস্থায় ক্লাব নিয়ে নতুন করে ভাবতেও শুরু করেছে কর্তৃপক্ষ, যার প্রথম ধাক্কাটা যেতে পারে নেইমারের ওপরেই। 

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ