হোম > খেলা > ফুটবল

বাফুফে সভাপতি পদে আবারও রহস্যময় প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এত দিন যাঁকে সেভাবে কেউ চিনতেন না, সেই মিজানুর গতকাল বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হয়ে হইচই ফেলে দিলেন। অবশ্য বাফুফে নির্বাচনে এমন চমক নতুন নয়। ২০১৬ সালের নির্বাচনে টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নুরু মনোনয়ন ফরম সংগ্রহ করে চমকে দিয়েছিলেন। 

মিজানুরের পুরো নাম এ এস এম মিজানুর রহমান চৌধুরী। তাঁর দাবি, নিজ জেলা দিনাজপুরে এক শর মতো ফুটবলার তৈরি করেছেন তিনি। যাঁদের অনেকে জাতীয় পর্যায়ে খেলেছেন। মিজান বলেন, ‘১৯৮৬ থেকে ফুটবলের কোচিংয়ে আছি। দিনাজপুরের ৯৬ খেলোয়াড় আমার হাতে তৈরি। জাতীয় দলে ছিল হেমন্ত, সে আমার হাতে তৈরি।’ 

গুঞ্জন আছে, মিজানুরকে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন। অবশ্য তিনি সেটা অস্বীকার করেছেন, ‘না, আমাকে কেউ দাঁড় করাননি।’ এ বিষয়ে দিনাজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর গোলাম নবী দুলাল বলেন, ‘তিনি কেন (ফরম) কিনলেন, এটা জানি না।’ 

তরফদার রুহুল আমিন শেষ পর্যন্ত সভাপতি প্রার্থী না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন তাবিথ। যেন পরে কেউ বলতে না পারে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সেটা নিশ্চিত করতে তাঁদের পক্ষ থেকে মিজানুরকে মাঠে নামানোর গুঞ্জন ফুটবলপাড়ায়। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে তাবিথের প্রতিনিধি হয়ে মনোনয়ন তুলতে আসা নোফেল স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুঁইয়া শাহীন বলেন, ‘মিজান নামের কাউকে চিনি না।’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন