হোম > খেলা > ফুটবল

রদ্রিগোকে কেন পেনাল্টি নিতে দেননি আনচেলত্তি

চলতি মৌসুমটা ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে। গতকাল সন মইক্স স্টেডিয়ামে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় মাদ্রিদ। যে ম্যাচে বিশেষ কারণে রদ্রিগোকে পেনাল্টি নিতে দেননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

মায়োর্কার বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করেন মাদ্রিদ ডিফেন্ডার নাচো। এরপর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লস ব্লাঙ্কোস। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় মাদ্রিদ। তবে স্পটকিক নিয়ে গোল করতে ব্যর্থ হন মার্কো আসেনসিও। রদ্রিগোকে দিয়ে পেনাল্টি করানোর সুযোগ আনচেলত্তির থাকলেও তা করাননি। মাদ্রিদ কোচ ভাবছিলেন, কাতার বিশ্বকাপের মতো এখানেও পেনাল্টিতে গোল মিস করতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলার। আনচেলত্তি বলেন, ‘বেনজেমা, মদ্রিচ, ক্রুস সবাই তখন মাঠের বাইরে ছিল। শুধু আসেনসিও ও রদ্রিগো বাকি ছিল। আমরা ভেবেছিলাম বিশ্বকাপে রদ্রিগোর পেনাল্টি মিস করা এখানেও হয়তো প্রভাব ফেলতে পারে। তাই আসেনসিওকে বেছে নিয়েছিলাম।’

মায়োর্কার বিপক্ষে হেরে লা লিগার শিরোপার লড়াইয়ে একটু পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচ খেলে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট এখন ৪৫। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৩। কাতালানরাও খেলেছে ২০ ম্যাচ।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী