হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগে লাল কার্ডের এক রাত 

চ্যাম্পিয়নস লিগে গতকালের রাত ছিল লাল কার্ডময় এক রাত। কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচেই দেখা গেছে লাল কার্ড। 

সান্টিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। দ্বিতীয়ার্ধে হঠাৎ করে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেন চিলওয়েল। রিয়াল স্ট্রাইকার রদ্রিগোর জার্সি ধরে সজোরে টান দিয়েছেন চিলওয়েল। 

গত রাতের অপর ম্যাচে সান সিরোতে মুখোমুখি হয় এসি মিলান-নাপোলি। এই ম্যাচে লাল কার্ড দেখেন নাপোলির মিডফিল্ডার আন্দ্রে ফ্রাংক জাম্বো আঙ্গুইসা। তিনি অবশ্য লাল কার্ড পেয়েছেন দুই হলুদ কার্ড দেখে। ৭০ মিনিটে এসি মিলানের থিও হার্নান্দেজকে বাজেভাবে চ্যালেঞ্জ করে প্রথম হলুদ কার্ড দেখেন অ্যাঙ্গুইসা। ৭৪ মিনিটে হার্নান্দেজকে বুট দিয়ে সজোরে লাথি মারেন অ্যাঙ্গুইসা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নাপোলির এই মিডফিল্ডারকে। 

চেলসি, নাপোলি-১০ জনে পরিণত হওয়া এ দুটি দলই গতকাল হেরেছে। রিয়ালের কাছে ২-০ গোলে হেরে যায় চেলসি। আর নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়