হোম > খেলা > ফুটবল

স্টেডিয়াম গেট থেকে বের করে দেওয়া হলো ব্রাজিলের প্রেসিডেন্টকে

বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে ভাইরাসটিকে নিয়ে হাস্যরস করে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। এক কথায় এটিকে গুরুত্বই দেননি তিনি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা এসব নিয়ে নানা রকম উপহাসসূচক কথা বলতে দেখা গেছে তাঁকে। 

একপর্যায়ে বলসোনারো নিজেই করোনায় আক্রান্ত হন। এরপর অবশ্য সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি করোনা টিকা নেওয়ার কথা জানান তিনি। তবে টিকা নেওয়ার কোনো প্রমাণ না থাকায় একটি ফুটবল ম্যাচ দেখতে দেওয়া হয়নি বলসোনারোকে। স্টেডিয়ামের গেট থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। 

গত বছরের মার্চ থেকে ব্রাজিলের স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সপ্তাহখানেক ধরে করোনা নিয়ন্ত্রণে আসায় স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল ব্রাজিলিয়ান লিগে পেলে ও নেইমারের সাবেক ক্লাব সান্তোসের মাঠে খেলতে এসেছিল গ্রেমিও। এ ম্যাচ দিয়ে মার্চের পর প্রথমবার দর্শকেরা মাঠে ঢোকার সুযোগ পাচ্ছেন। তবে মাঠে ঢুকতে হলে করোনা টিকা গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক।

প্রেসিডেন্ট বলসোনারোও গ্যালারিতে বসে ম্যাচটি দেখার জন্য স্টেডিয়াম যান। কিন্তু তাঁর কাছে করোনা টিকা গ্রহণের কোনো প্রমাণপত্র ছিল না। এ জন্য স্টেডিয়ামের গেট থেকে ফিরে যেতে হয় তাঁকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলসোনারো। বলেছেন, ‘আমি শুধু সান্তোসের একটা ম্যাচই দেখতে চেয়েছি। সে জন্য বলা হলো আমাকে টিকা নিতে হবে। কেন? যারা টিকা নিয়েছেন, তাদের চেয়েও আমার শরীরে অ্যান্টিবডি বেশি আছে!’ 

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার