হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

শেষ ষোলোয় আতলেতিকোকে পেল রিয়াল, পিএসজির প্রতিপক্ষ লিভারপুল

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস লিগের ড্র। ছবি : এএফপি

প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে হারানোর পরই কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন শেষ ষোলোয় প্রতিপক্ষ যেন আতলেতিকো মাদ্রিদ হয়। তাঁর ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হলো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই শহরে খেলা হওয়ায় ভ্রমণ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না বর্তমান চ্যাম্পিয়নদের।

আতলেতিকো অবশ্য আগেই শেষ ষোলোয় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে রিয়ালকে মারিয়ে আসতে হয়েছে প্লে-অফের পথ। দুই লেগ মিলিয়ে সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে তারা। আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বায়ার লেভারকুসেন।

রিয়াল-আতলেতিকো ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল ম্যাচের জয়ী দলের। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল ম্যাচের জয়ী দল ও ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা ম্যাচের জয়ী দল। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।

বেনফিকা-বার্সেলোনা ম্যাচের জয়ী দল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড-লিল ম্যাচের জয়ী দলের। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন ম্যাচের জয়ী দল ও ফেয়েনুর্দ-ইন্টার মিলান ম্যাচের জয়ী দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

এদিকে শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ হবে ১১ ও ১২ মার্চ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৫ ও ১৬ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ ও ৩০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৬ ও ৭ মে। ফাইনাল ৩১ মে মিউনিখে।

শেষ ষোলোয় মুখোমুখি যারা

পিএসজি-লিভারপুল

ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা

রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ

পিএসভি-আর্সেনাল

বেনফিকা-বার্সেলোনা

বরুশিয়া ডর্টমুন্ড-লিল

বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন

ফেয়েনুর্দ-ইন্টার মিলান

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার