গত মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন রবার্ট লেভানডফস্কি। এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথেই আছেন বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার। তাঁকে ডাকছে আরও একটা মুকুট। কারণ, গোল নয়, গোল্ডেন বুট দেওয়া হয় পয়েন্টের হিসাবে, যেখানে লেভার ধারেকাছেও কেউ নেই।
জার্মান বুন্দেসলিগার এই মৌসুমে ইতিমধ্যে ৩৩ গোল করেছেন লেভানডফস্কি। লেভার পয়েন্ট ৬৬। তাঁর সমান গোল থাকা সত্ত্বেও রেড স্টার বেলগ্রেড ফরওয়ার্ড ওহি অমোইজুয়ানফোর পয়েন্ট ৪৯.৫! এই বৈষম্যের কারণ উয়েফার নিয়ম। ইউরোপের শীর্ষস্থানীয় পাঁচ ঘরোয়া লিগে প্রতিটি গোলের জন্য খেলোয়াড়রা পান ২ পয়েন্ট করে।