হোম > খেলা > ফুটবল

রোনালদোর কারণে ছাঁটাই হলেন ব্রাজিলকে হারানোর নায়ক

রেকর্ড টাকা দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে লিগে নিবন্ধন করাতে পারছিলেন না আল নাসরে। পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি করার আগেই বিদেশি কোটা পূর্ণ হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছিল তাদের। গতকাল সেই সমস্যার সমাধান করেছে সৌদি আরবের ক্লাবটি।

আল নাসরে রোনালদোর জন্য ছাঁটাই করেছেন ভিনসেন্ট আবুবকরকে। যিনি বিশ্বকাপের সময় আলোচনায় আসেন বিশ্ব ফুটবলে। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ক্যামেরুনকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। জয়সূচক গোলের পরপরই অবশ্য লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। শাস্তিটা পান গোল করে জার্সি খোলার অপরাধে। মাঠ ছাড়ার সময় অবশ্য তাঁর মুখে হতাশার ছাপ দেখা যায়নি; বরং হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি।

তবে আলোচিত আবুবকরের বিদায়টা নিষ্ঠুরভাবেই হলো। গত মৌসুম ধরেই আল নাসরের হয়ে খেলছিলেন ক্যামেরুন ফরোয়ার্ড। ২০২১ সালের ৮ জুন তিন বছরের চুক্তিতে বেসিকতাস থেকে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেন তিনি। ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও তার আগেই ক্লাব ছাড়তে হলো রোনালদোকে জায়গা দিতে। তবে এই ছাঁটাই তাঁর জন্য শাপে বরও হতে পারে। গুঞ্জনও উঠেছে, যাঁর জন্য ক্লাব ছেড়েছেন, তাঁর জায়গা পূরণ করতেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন তিনি।

আবুবকরের বিদায়ে নিবন্ধন নিয়ে আর কোনো সমস্যা রইল না রোনালদোর। সঙ্গে পর্তুগিজ তারকার অপেক্ষার পালাও শেষ হয়ে আসছে। বিশ্ব রেকর্ড গড়ে ক্লাবটিতে যোগ দিলেও অভিষেক ম্যাচ খেলতে পারছিলেন না তিনি। একের পর এক জটিলতায় পিছিয়ে যাচ্ছিল তাঁর এশিয়া অভিষেক। আর এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হলেই দেশটির লিগে খেলতে পারবেন তিনি। খুব সম্ভবত আল-ইত্তেফাকের বিপক্ষে ২২ জানুয়ারি মাঠে নামতে যাচ্ছেন তিনি।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া