হোম > খেলা > ফুটবল

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। গতকাল হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। বিপরীতে বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ। তবে দুই দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ? সে ব্যাপারটি স্পষ্ট করা যাক। বাংলাদেশ ও ভারত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে তাদের। একটি করে ম্যাচ হেরেছে। তারপর পয়েন্ট টেবিলে দেখা হয় গোল ব্যবধান। হামজা ও সুনীলদের গোল ব্যবধানে সমান (–১)।

তাহলে বাংলাদেশ এগিয়ে আছে কোথায়? মূলত ভারত টুর্নামেন্টে এখনো কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ একটি গোল করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এ কারণেই পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীরা।

সুনীল ছেত্রীরা হংকং ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে পেতেন ৪২ লক্ষ রুপি। আগেই এই ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই টনিকে উজ্জীবিত না হয়ে উল্টো ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। তাতে গ্রুপের তলানীতে তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে দুই হংকং।

এশিয়ান কাপ বাছাই ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় ড্র হার গোল ব্যবধান পয়েন্ট সিঙ্গাপুর ২ ১ ১ ০ +১ ৪ হংকং ২ ১ ১ ০ ‍ +১ ৪ বাংলাদেশ ২ ০ ১ ১ –১ ১ ভারত ২ ০ ১ ১ –১ ১

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ