হোম > খেলা > ফুটবল

‘১১ হাজার কোটি টাকার ফুটবলার হালান্ড’

ম্যানচেস্টার সিটিতে যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করা যেন এক অভ্যাসে পরিণত করেছেন হালান্ড। হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্তার মতে, তিনি ১০০ কোটি ইউরোর (বাংলাদেশি ১১২৩৬ কোটি ৭৪ লাখ টাকা) ফুটবলার। 

বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে করেছেন ৩২ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ৪টি হ্যাটট্রিক করেছেন তিনি। যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে করেছেন ২৬ গোল এবং ৪ অ্যাসিস্ট। সিটির জার্সিতে ৪ হ্যাটট্রিকের ৪টিই করেছেন প্রিমিয়ার লিগে। 

দুর্দান্ত পারফরম্যান্স দেখে হালান্ডকে ১ বিলিয়ন ইউরোর ফুটবলার দাবি করেছেন পিমেন্তা। হালান্ডের এজেন্ট বলেন, ‘আর্লিং হালান্ড ১ বিলিয়ন ইউরোর যোগ্য। এটা আমার ধারণা না। আমি নিশ্চিত। তারা বলতে পারে আমি পাগল। কোনো ক্লাব তাকে দিতেও পারবে না। কিন্তু তার বয়স, গুণাগুণ, উন্নতি দেখেই আমি বলছি সে এক বিলিয়নের খেলোয়াড়।’ 

এর আগে গত বছরের নভেম্বরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছিলেন হালান্ড। ট্রান্সফারমার্কেটের তালিকায় শীর্ষে থাকা হালান্ডের দাম ছিল ১৭ কোটি ইউরো (বাংলাদেশি ১৭০০ কোটি টাকা)। হালান্ডের পরেই ছিলেনন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দাম ১৬০০ কোটি টাকা। তিন, চার এবং পাঁচ নম্বরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ফিল ফোডেন এবং জুড বেলিংহাম। ভিনিসিউসের দাম ১২০০ কোটি, ফোডেনের দাম ১১০০ কোটি এবং বেলিংহামের দাম ৯০০ কোটি টাকা।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার