হোম > খেলা > ফুটবল

ম্যাচ ড্র করায় রক্ষণভাগকেই দুষছেন আর্তেতা

জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো শুরু করতে পারেনি আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচ ড্র করায় গানার্সদের রক্ষণভাগকে দুষছেন মিকেল আর্তেতা।

হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি ও আর্সেনাল। ২২ মিনিটে উইলিয়াম সালিবার গোলে প্রথমে আর্সেনাল এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ৩৪ ও ৫৫ মিনিটে গনসালো ইনাসিও ও পাউলিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিপি। এই ম্যাচে স্বাগতিকেরা বলের দখল রেখেছিল ৩২ শতাংশ। গানার্সদের লক্ষ্য বরাবর পর্তুগিজ ক্লাবটি শট নিয়েছিল ৬ টি। আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নিয়ে আর্সেনাল কাজে লাগাতে পেরেছে ১ টি। গানার্সরা বাকি গোল পেয়েছে হিদেমাসা মোরিতার আত্মঘাতী গোলে।

রক্ষণভাগের দোষে আর্সেনাল ম্যাচ ড্র করেছে বলে মনে করছেন আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা অনেক সাধারণ গোল হজম করেছি। স্পোর্টিংয়ের বিপক্ষে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো খেলতে হবে। আমরা সম্প্রতি অনেক পরিবর্তন এনেছি দলে। এতে বোঝা যাচ্ছে দল গঠন করতে একটু সময় লাগবে।’

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৩ ম্যাচে গানার্সরা জিতেছে ৭ ম্যাচ। ৩টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১২ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে খেলবে গানার্সরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী