হোম > খেলা > ফুটবল

রামোসের লাল কার্ডে হোঁচট খেল পিএসজি

লিগ ওয়ানে গত রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ লরেন্তের মাঠ থেকে হারতে হারতে ১-১ ড্র নিয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।

এদিন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। বলতে গেলে সেটারই খেসারত দিতে হয়েছে তাদের। বছরের শেষ ম্যাচে তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমার-মেসিদের।

বল দখলে লরেন্ত থেকে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল করতে বেগ পেতে হয়েছে পিএসজিকে। তবে প্রথমার্ধে এগিয়ে যেতে পারত তারা। ২৬ মিনিটের সময় মেসির শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় পিএসজি সমর্থকদের।

পিএসজি না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধেই গোলের দেখা পায় লরেন্ত। ম্যাচের ৪০ মিনিটের সময় সতীর্থের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার থমাস মনকনদুইত। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহুতাশ করতে হয় পিএসজিকে।

উল্টো ৮১ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। পিএসজির হয়ে নিজের মাত্র তৃতীয় ম্যাচেই লাল কার্ড দেখতে হলো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে। ১০ জনের পিএসজি কিছুটা ব্যাকফুটে চলেও গেলেও ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে ম্যাচে ফেরান মাওরো ইকার্দি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইকার্দি। আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ড্রয়ের পর ১৯ ম্যাচ শেষে ১৪ জয় আর ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪৬। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে লরেন্ত। দুইয়ে থাকা নিসের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান