হোম > খেলা > ফুটবল

শেষ পর্যন্ত ব্রাজিলেই কোপা আমেরিকা

ঢাকা: বদলে গেল কোপা আমেরিকার স্বাগতিক দেশ। করোনা ও রাজনৈতিক জটিলতায় কলম্বিয়া ও আর্জেন্টিনা বাদ পড়েছিল আগেই। এ দুই দেশের পরিবর্তে ব্রাজিলকে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবল।

যৌথভাবে ২০২০ কোপা আমেরিকার স্বাগতিক হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কোপার শতবর্ষের ইতিহাসে এটাই হওয়ার কথা ছিল প্রথম যৌথ আয়োজন। এ বছরের ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল কোপা। কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে কলম্বিয়ার নাম বাতিল করেছিল কনমেবল। এমন অবস্থায় বাকি ছিল শুধু আর্জেন্টিনা।

আর্জেন্টিনায় প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। গত ১৪ দিনে দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছে ৫৪ শতাংশ। দেশটিতে চলছে কঠোর লকডাউনও। বাতিল করা হয়েছে ঘরোয়া ফুটবল লিগ। এমন অবস্থায় বাধ্য হয়ে আর্জেন্টিনার নামও বাদ দিয়েছে কনমেবল।

এ পরিস্থিতিতে স্বাগতিক হতে চেয়েছে ব্রাজিল। রাজি হতেও দেরি করেনি কনমেবল। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জুন শুরু হবে এবারের কোপার আসর। শেষ হবে পূর্ব নির্ধারিত সময়ে। ভেন্যুর নাম জানানো হবে দ্রুতই। ২০১৯ সালে সর্বশেষ কোপার আসর বসেছিল এই ব্রাজিলেই। চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকেরাই।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’