হোম > খেলা > ফুটবল

শেষ পর্যন্ত ব্রাজিলেই কোপা আমেরিকা

ঢাকা: বদলে গেল কোপা আমেরিকার স্বাগতিক দেশ। করোনা ও রাজনৈতিক জটিলতায় কলম্বিয়া ও আর্জেন্টিনা বাদ পড়েছিল আগেই। এ দুই দেশের পরিবর্তে ব্রাজিলকে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবল।

যৌথভাবে ২০২০ কোপা আমেরিকার স্বাগতিক হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কোপার শতবর্ষের ইতিহাসে এটাই হওয়ার কথা ছিল প্রথম যৌথ আয়োজন। এ বছরের ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল কোপা। কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে কলম্বিয়ার নাম বাতিল করেছিল কনমেবল। এমন অবস্থায় বাকি ছিল শুধু আর্জেন্টিনা।

আর্জেন্টিনায় প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। গত ১৪ দিনে দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছে ৫৪ শতাংশ। দেশটিতে চলছে কঠোর লকডাউনও। বাতিল করা হয়েছে ঘরোয়া ফুটবল লিগ। এমন অবস্থায় বাধ্য হয়ে আর্জেন্টিনার নামও বাদ দিয়েছে কনমেবল।

এ পরিস্থিতিতে স্বাগতিক হতে চেয়েছে ব্রাজিল। রাজি হতেও দেরি করেনি কনমেবল। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জুন শুরু হবে এবারের কোপার আসর। শেষ হবে পূর্ব নির্ধারিত সময়ে। ভেন্যুর নাম জানানো হবে দ্রুতই। ২০১৯ সালে সর্বশেষ কোপার আসর বসেছিল এই ব্রাজিলেই। চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকেরাই।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী