সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ১২৮ নম্বরে।
গত ফিফা উইন্ডোতে অপেক্ষাকৃত শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। জর্ডানের আম্মানে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ৩১ মে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে চমক দেখায় পিটার বাটলারের দল। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
৩ জুন দুইবার পিছিয়ে পড়েও স্বাগতিক জর্ডানের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। দলের হয়ে গোল দুটি করেন শামসুন্নাহার ও শাহেদা আক্তার রিপা। প্রীতি ম্যাচ দুটো খেলার আগে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩।
র্যাঙ্কিংয়ে সুখবর পাওয়া বাংলাদেশের চোখ এশিয়ান কাপ বাছাইয়ে। ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সব ম্যাচ হবে মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে। বাছাই শেষে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে মূল পর্বের টিকিট। বাছাইয়ের আগে অবশ্য থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে চান কোচ পিটার বাটলার।