হোম > খেলা > ফুটবল

১০ মিনিটেই শেষ মেসিদের ৬৫ হাজার টাকা দামের টিকিট 

লিওনেল মেসির ম্যাচ বলে কথা। টিকিটের দাম যেমন বেশি থাকে, তেমনি চাহিদাও থাকে প্রচুর। টিকিট ছাড়তে না ছাড়তেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। 

লিগ কাপের শেষ ষোলোয় পরশু ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নতুন ক্লাবে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। ২০ হাজার দর্শক এই মাঠে বসে খেলা দেখতে পারবেন। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এফসি ডালাসের টিম অফিশিয়ালসদের মতে, তাঁদের (এফসি) ইতিহাসে দ্রুততম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিটের সর্বনিম্ন দাম ২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩২ হাজার ৫২৯ টাকা। আর অফিশিয়ালি টিকিট বিক্রি করা ওয়েবসাইটে এএক্সএসে দেখা যাচ্ছে ৬০০ ডলারেরও (বাংলাদেশি ৬৫ হাজার ২৭৬ টাকা) বেশি দামে।

২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। লিগ কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্রুজ আজুল। এই ম্যাচের আগে টিকিটের দাম বেড়ে গিয়েছিল হুহু করে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছিল, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। যেখানে ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে ম্যাচ জেতান মেসি।

ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি, আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। পেনাল্টিতে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার তা করেননি। মার্তিনেজ গোল করেছিলেন পেনাল্টিতে।

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ